প্রকাশিত: Sun, Mar 10, 2024 12:05 PM
আপডেট: Tue, Apr 29, 2025 12:12 AM

[১]কমিটির সকলেই বহিষ্কৃত, এর সাথে জাতীয় পার্টির কোনও সম্পর্ক নেই: চুন্নু

মনিরুল ইসলাম : [২] জাতীয় পার্টির মহাসচিব ও দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ  মুজিবুল হক চুন্নু  বলেন, যে কমিটি করা হয়েছে তারা বহিষ্কৃত।  বহিষ্কৃতদের কমিটি এটি । জাতীয় পার্টির নামে যে সম্মেলন করা হয়েছে তার সাথে আমাদের কোনও সম্পর্ক নাই।

[৩] শনিবার রাতে রওশন এরশাদ পন্থীদের জাতীয় সম্মেলনের মাধ্যমে গঠিত আলাদা কমিটি গঠন প্রসঙ্গে  তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুজিবুল হক চুন্নু  এ কথা বলেন।

[৪] তিনি বলেন, ৯ মার্চের সম্মেলনের সাথে প্রকৃত জাতীয় পার্টির কোনও রিলেশন নেই। সবাই আমাদের সাথেই আছেন।  

[৫] চুন্নু বলেন, বেগম রওশন এরশাদের কোনও পদই তো নেই জাতীয় পার্টিতে। কে কি করলো তা নিয়ে আমাদের কোনও মাথা ব্যথা নেই। সম্পাদনা: সমর চক্রবর্তী